শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে রতন মিয়া (গালকাটা কালু) নামে এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

এসময় তার কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক (রেজি নং ঢাকা-মেট্রো-ড-১৪-৩৩১৪), দুটি শাবল,লোহার পাইপ, লোহার হাতুরী, রানদা ও ছুড়ি উদ্ধার করা হয়।

শনিবার (১০ জুলাই) দিবাগত রাতে উপজেলার সোনাখালী আবাদি ফিলিং ষ্টেশনের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী ফতুল্লা উপজেলার পঞ্চবটি গ্রামের মুসলিম নগর আহছান উল্লার বাড়ীর ভাড়াটিয়া।

সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার ইয়াউর রহমান জানান, উপজেলার সোনাখালী আবাদি ফিলিং ষ্টেশনের ১০০ গজ পশ্চিম পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি প্রস্তুতি নেয়ার সময় তাকে গ্রেফতার করেছে পুলিশ। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

(এবি/এসপি/জুলাই ১১, ২০২১)