রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামে ধরলা নদীর ব্রিজের র‌্যালিং থেকে নদীতে পরে গিয়ে নিখোঁজ যুবকের ২ দিন পর লাশ পাওয়া গেছে।

রোববার (১১ জুলাই) দুপুরে ব্রিজের ৪শ মিটার দক্ষিণে চর ভেলাকোপা থেকে যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্ত করে।

নিখোঁজ খায়রুল ইসলাম(২৪) সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালুক কালোয়া গ্রামের রাজমিস্ত্রি আব্দুল মালেকের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, শুক্রবার বিকালে খায়রুল ইসলাম ধরলা ব্রিজের র‌্যালিং থেকে নদীতে পরে গিয়ে তলিয়ে যায়। এরপর পানির উপরে উঠে সাহায্যের জন্য বাঁচাও বাঁচাও শব্দ করলে সেটি কয়েকজনের নজরে আসে। মাঝ নদীতে প্রচন্ড স্রোত থাকায় উদ্ধারের আগেই সে তলিয়ে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল বিকালে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও নিখোঁজ যুবকের খোঁজ পেতে ব্যর্থ হয়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, আমরা স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করি। পরে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

(পিএস/এসপি/জুলাই ১১, ২০২১)