রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৪৮ঘন্টায় কুড়িগ্রামে করোনায় ৬জনের মৃত্যু হয়েছে। 

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসম এম শহীদুলাহ লিংকন জানান, এখন হাসপাতালে অধিকাংশ রোগীই করোনা পজিটিভ কিংবা পরীক্ষা না করে উপসর্গ নিয়ে শেষ মুহুর্তে চিকিৎসা নিতে আসেন। ফলে তাদের প্রাণহানির শংকা বেড়ে যায়।

হাসপাতাল সূত্র জানায়, রোববার (১১জুলাই) মৃতদের মধ্যে দুইজন সদর উপজেলার (পৌরসভা ও ভোগডাঙা ইউনিয়ন) এবং একজন উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। এছাড়াও হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটে ৫৩ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ২৫ জন করোনা পজেটিভ এবং ২৮ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত মোট ১১ হাজার ৩৫১ নমুনা পরীক্ষায় ২ হাজার ২৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ৩৫ জন।

(পিএস/এসপি/জুলাই ১১, ২০২১)