মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবে সরকারি বিধিনিষেধ ও লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া শপিংমল ও কাপড়ের দোকান কর্মচারীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। 

খাদ্যসামগ্রীর মধ্যে প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ ও ১ লিটার করে তেল দেওয়া হয়।

আজ রোববার ১১ জুলাই বিকেলে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা প্রধানমন্ত্রীর উপহারের এসব খাদ্যসামগ্রী শপিংমল ও কাপড়ের দোকান কর্মচারীদের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন, ভৈরব পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ভৈরব নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ও অন্যান্যরা।

লকডাউনের মধ্যে শপিংমল ও কাপড়ের দোকান গুলো বন্ধ রয়েছে। এতে কর্মচারীদের কর্ম না থাকায় বেকার হয়ে পড়েছে। এসব কর্মচারীরা পরিবার নিয়ে মানবেতর জিবন যাপন করায় শপিংমল ও কাপড়ের দোকান কর্মচারীদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

(এম/এসপি/জুলাই ১১, ২০২১)