বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বেড়েই চলেছে করোনা সংক্রামণ। সোমবার নতুন করে রেকর্ড পরিমান ১৯৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। একই সময়ে বাগেরহাট করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় সরকারি হিসেবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১০২ জন। জেলায় করোনা সংক্রামণ হার এখন ২৬ দশমিক ৫৩ শতাংশ। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার জেলায় নতুন করে করেনা আক্রান্তদের মধ্যে রয়েছে, সদর উপজেলায় ১৩৩ জন, ফকিরহাটে ২১ জন, কচুয়ায় ১৫ জন, মোংলায় ১৪ জন, শরণখোলায় ৫ জন, রামপালে ৪ জন মোরেলগঞ্জে ৩ জন ও চিতলমারী উপজেলায় ১ জন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, সোমবার বাগেরহাট করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে আরও দুইজনে মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় সরকারী হিসেবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১০২ জন। গত ২৪ ঘন্টায় জেলায় ৭৩৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণ হার এখন ২৬ দশমিক ৫৩ শতাংশ।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৭৬১ জন। করোনা থেকে মোট সুস্থ্য হয়েছেন ৩ হাজার ২৫১ জন। বর্তমানে বাগেরহাটে ৭০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

(এসএকে/এএস/জুলাই ১২, ২০২১)