ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে কঠোর লকডাউনের ১২তম দিনে কিছুটা ঢিলেঢালা পরিলক্ষিত হয়েছে। প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যে সোমবার রাস্তায় কিছু সংখ্যক অটো-রিক্সা চলাচল করেছে ও মানুষের ভিড় প্রতিদিনের মতো রয়েছে। 

শহরের মধ্যেই দোকানপাট খুলে বেচাকেনা চলছে। বাজারেও জটলা বেধে কেনাকাটা করছে জনসাধারণ। তবে, ফার্মেসী গুলোতে লোক প্রবেশ করা নিষেধ করেছে সেনাবাহিনী, তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে ঔষধ ক্রয়-বিক্রয়ের নির্দেশনা দিয়েছেন।

প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গত ২৪ ঘন্টায় স্বাস্থ্যবিধি মানছেন না এমন ১২জনকে ৪টি ভ্রাম্যমান আদালত ১২শ টাকা জরিমানা করেছে। মোটরসাইকেলেও একাধিক লোক বসে চলাচল করছে। এমন পরিস্থিতিতে মাঠে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনছার ব্যাটালিয়ান সদস্যরা। এদের সাথে গার্লস গাইড, রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

(এস/এসপি/জুলাই ১২, ২০২১)