মাগুরা প্রতিনিধি : মাগুরার ৪শ ডেকরেটর শিল্পীর মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা বিতরণ করেছে মাগুরা জেলা প্রশাসন। সোমবার দুপুরে স্থানীয় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে সহায়তা বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ অন্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন- করোনা থেকে মুক্তি পেতে ঘরে থাকার বিকল্প নেই। কিন্তু এ জন্য ডেকরেটর শ্রমিকদের মত অনেকেরই রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। অনেকেই কষ্টে আছেন। করোনা থেকে মুক্তি হতে হলে এ সময়টিকে যুদ্ধের সময়ের মত মনে করতে হবে। যুদ্ধের সময় যেমন মানুষ বিনা কারণে বাইরে বের হন না। অপ্রয়োজনীয় ঘোরাঘুরি করে না। তেমনি বাইরে ঘোরাঘুরি না করে ঘরে থাকার মাধ্যমেই এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে হবে। আর মানুষের যেন বেশী কষ্ট না হয় সেজন্য প্রধানমন্ত্রী যথাসম্ভব খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছেন। তিনি সবাইকে সামাজিক দূরত্ব রক্ষা, মাস্ক পরা নিশ্চিত করা সর্বোপরি বাইরে না বের হওয়ার পরামর্শ দেন।

(ডিসি/এএস/জুলাই ১২, ২০২১)