রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে লকডাউনের কঠোর বিধিনিষেধ অমান্য করে অপ্রয়োজনে বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা ও দোকানপাট খোলায় ৭২টি মামলায় ১ লক্ষ ২৩ হাজার ৩'শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ জুলাই) জেলার ৭ উপজেলায় ১৭টি ভ্রাম্যমাণ আদালত ২১টি অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।

জেলা প্রশাসক মুর্শেদা জামান জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া ভ্রাম্যমাণ আদালত তাদের ৯ টি অভিযানে ২৭টি মামলায় ৪৯ হাজার ৭'শ টাকা জরিমানা করেন।

এছাড়া জামালপুর সদর উপজেলায় ১৫ টি মামলায় ৭ হাজার ৬'শ টাকা, মেলান্দহ উপজেলায় ৮ টি মামলায় ১৪ হাজার ২'শ টাকা, ইসলামপুর উপজেলায় ৪টি মামলায় ৮ হাজার ১ 'শ টাকা, মাদারগঞ্জ উপজেলায় ১০ টি মামলায় ২৫ হাজার ২'শ টাকা, সরিষাবাড়ী উপজেলায় ৫টি মামলায় ৫ হাজার ৫'শ টাকা, বকশীগঞ্জ উপজেলায় ৩টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসক মুর্শেদা জামান আরো জানান, লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে বের হওয়া, স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং দোকানপাট খুলে বেচাকেনা করায় দণ্ডবিধির ২৬৯ ধারায় এই জরিমানা করা হয়েছে।

(আরআর/এএস/জুলাই ১২, ২০২১)