আশরাফুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। ১১ জুলাই রবিবার রাত সাড়ে ৯টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। স্বজনরা জানান, উপজেলার কঞ্চিপাড়ার বাড়ি থেকে শহরে ঔষধ কিনতে শহরের পুরাতন বাজারে যাওয়ার সময় গাইবান্ধা সদরের পুর্বপাড়ার হালিমবিড়ি ফ্যাক্টরি মোড়ে পৌঁছালে কাঞ্চন নামে স্থানীয় এক যুবক ও তার সহযোগীরা মটরসাইকেলের গতিরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষনা করেন। এসময় সাথে থাকা তার বন্ধু প্লাবন, মমিন, সোহেল অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কাঞ্চন ও তার সহযোগীদের গ্রেফতারের অভিযান চলছে জানায় পুলিশ। গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান , কাঞ্চন কে প্রধান আসামী ও অজ্ঞাত ৭ হতে ৮ জন কে আসামী করে থানায় মামলা করেছেন নিহতের বড় ভাই ।

উল্লেখ্য, ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিহত আশিকুর রহমান রকি উপজেলার মধ্য কঞ্চিপাড়া গ্রামের সৈয়দার রহমানের ছেলে। পারিবারিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করেছে দাদন ব্যবসায়িগং। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছেন জাতীয় সংসদের ডিপুটি স্পিকার, জেলার জাতীয় সংসদ সদস্যগণ, জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ জেলার অন্যান্য রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

(এআই/এএস/জুলাই ১২, ২০২১)