বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৫ শতাধিক পরিবারকে খাদ্য সহয়তা দিয়েছে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

বাগেরহাট জেলা পুনাকের নিজস্ব অর্থায়নে মঙ্গলবার দুপুরে নতুন পুলিশ লাইনে কর্মহীন এসব পরিবারের মাঝে খাদ্যসহায়তা প্রদান করেন বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক।

খাদ্য সহয়তা বিতারন অনুষ্ঠানে পুনাকের বাগেরহাট জেলা শাখার সভাপতি শারমীন আক্তার সোমা,সহ সভাপতি শিরিন সুলতানা, সাধারণ সম্পাদক মদিনা আক্তার সুম্মি ও রিতাজ মাহজাবীন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও মো. মিজানুর রহমানসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুনাকের সভাপতি শারমীন আক্তার সোমা বলেন, করোনায় বাগেরহাটে এখন অনেক মানুষ কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়েছে। কেউ কেউ মানবতার জীবনযাপন করছেন। তাদের এই বিপদের সময় বাগেরহাট জেলা পুনাক তাদের নিজস্ব অর্থায়নে শহর ও শহরতলীর কর্মহীন অসহায় ৫ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। বাগেরহাট জেলা পুনাক দেশের যে কোন দূর্যোগে মানুষের পাশে রয়েছে।

(এসএকে/এসপি/জুলাই ১৩, ২০২১)