সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল বহুমুকী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকে বাসের সুপারভাইজার লাঞ্চিত করায় বিক্ষুব্ধ ছাত্ররা এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়ক অবরোধ করে। প্রায় ২ ঘন্টা অবরোধ চালাকালে এসড়কে বাস চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে ছাত্ররা তা প্রত্যাহার করে।

জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে বেতিল হাই স্কুলের স্কুল শিক্ষক জয়নাল আবেদিন এনায়েতপুর কাপড়ের হাট থেকে তিথি এন্টারপ্রাইজের বাসে করে স্কুলে আসার পথে গাড়ীর সুপারভাইজার কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে লাঞ্চিত করে। এবিষয়টি জানতে পেরে তাৎক্ষনাত কয়েকশ বিক্ষুব্ধ ছাত্র স্কুল সংলগ্ন এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কে ২ ঘন্টা অবস্থান নিয়ে ঐ সুপারভাইজারের শাস্তি দাবী করে বিক্ষোভ মিছিল করে।

এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, অবরোধটি ঘটনাটি ছিল ছাত্রদের ক্ষোভের বহিঃপ্রকাশ। বিষয়টি মিমাংসার জন্য ছাত্র-শিক্ষকদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।

(এসএস/এএস/সেপ্টেম্বর ০৬, ২০১৪)