মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর এলাকার মাক্কুল মোল্লা ফুড প্রোডাক্ট ফ্যাক্টরিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। আজ ১৩ জুলাই মঙ্গলবার বিকাল ৪টায় এই ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট উৎপাদন ও শিশুদের দিয়ে কাজ করার দায়ে ভোক্তা অধিকার আইনে ২৫ হাজার ও বাংলাদেশ শ্রম অধিকার আইনে ৫ হাজার টাকাসহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, করোনা মহামারিতে মাক্কুল মোল্লা ফুড প্রোডাক্ট ফ্যাক্টরিতে ছিল না কোন রকমের স্বাস্থ্যবিধি মানা। কারো হাতে ছিল না হ্যান্ড গ্লাভস। এ ছাড়াও অপ্রাপ্ত বয়স্ক শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে। এমন অপরাধে মাক্কুল মোল্লা ফুড প্রোডাক্ট ফ্যাক্টরির মালিক মাক্কুল মোল্লাকে ভোক্তা অধিকার আইন ও শিশু শ্রম আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

(এমএ/এসপি/জুলাই ১৩, ২০২১)