গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সর্বাত্বক লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে পশুর হাট বসেছিল উপজেলার মহিমাগঞ্জ ও নাকাইহাটে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ভেঙে দেওয়া হয় পশুর হাট দুটি।

সরকারের দেওয়া লকডাউনের বিধিনিষেধ অমান্য করে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে জমজমাট পশুর হাট বসেছিল। হাটে বিপুল সংখ্যক ক্রেতা বিক্রেতার আগমণও ঘটে। এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন একদল পুলিশ নিয়ে বিকেল ৪ টার দিকে হাটে পৌছে হাটে আসা পশু ক্রেতা ও বিক্রেতাদের হাটি থেকে চলে যেতে বলে হাটটি ভেঙে দেন। হাটের ইজারাদার তাজুল ইসলামের বিরুদ্ধে পশুর হাট লাগানোর অভিযোগ উঠেছে।

অপরদিকে উপজেলার নাকাইহাটেও পশুর হাট বসেছিল। ক্রেতা বিক্রেতার মধ্যে স্বাস্থ্যবিধি না থাকায় সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেনের নেতৃত্বে পুলিশ ৫টার দিকে এ পশুর হাটটিও ভেঙে দেয়।

(এসআরডি/এএস/জুলাই ১৩, ২০২১)