ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে একদিনে সর্বোচ্চ করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৪ জুলাই) ঈশ্বরদীতে নতুন করে ৩২৩ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট ঈশ্বরদীতে সরকারী হিসাবে করোনা আক্রান্ত ৮৯২ জন। আর বে-সরকারী ভাবে করোনা আক্রান্ত ২৮৭০ জন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান ১৪ জুলাই এ বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বশেষ ১৬৪০ জনের নমুনা পরীক্ষা করে ৩২৩ জনের ফলাফল পজেটিভ এসেছে। গত ২৪ ঘন্টায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ১১০ জনের নমুনা সংগ্রহ করে সরকারি ল্যাবে পরীক্ষায় ৪০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৫৩০ জনের নমুনা পরীক্ষার মাধ্যমে আরো ২৮৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। আক্রান্তদের বেশীরভাগই নিজ নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।

(এসকেকে/এসপি/জুলাই ১৪, ২০২১)