কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ২০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার বোয়ালী ইউনিয়নের বেড়াচাঁলা এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের বেড়াচাঁলা এলাকার মৃত সুরেন্দ্র বর্মনের ছেলে সুনীল বর্মন (৫০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার বেড়াচাঁলা এলাকায় দীর্ঘদিন ধরে সুনিল বর্মন তার নিজ বাড়িতে দেশীয় চোলাই মদ তৈরি করে উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করতেছিলো। পুলিশ এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে। পরে ওই মাদক কারবারির বাড়ি তল্লাশি করে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এই ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(আইএস/এএস/জুলাই ১৪, ২০২১)