বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বেড়েই চলেছে করোনা সংক্রামণ। বৃহস্পতিবার জেলায় ৩২৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বাগেরহাট করোনা ডেডিকেটেড জাসপাতারে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনা সংক্রামণ হার এখন ২৭ দশমিক ২৪ শতাংশ। জেলায় সরকারী হিসেবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৪ জন। জেলা স্বাস্থ্য বিভাগ এতথ্য নিশ্চিত করেছেন। 

বুধবার জেলায় নতুন করে করেনা আক্রান্তদের মধ্যে রয়েছে, সদর উপজেলায় ৩৭ জন, মোল্লাহাটে ১৭ জন, ফকিরহাটে ১৬ জন, শরণখোলায় ৫ জন, কচুয়ায় ৫ জন, মোরেলগঞ্জে ৪ জন, চিতলমারীতে ৩ জন ও মোংলা উপজেলায় ১ জন।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিরাজুল করিম জানান, বৃহস্পতিবার বাগেরহাট করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনে মৃত্যু ও উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বাগেরহাটে ৭০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া এতথ্য বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৩ জন। সরকারী হিসেবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা ১০৩ জন। জেলায় করোনা সংক্রামণ হার এখন ২৭ দশমিক ২৪ শতাংশ। এনিয়ে করোনা থেকে মোট সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন।

(এসএকে/এসপি/জুলাই ১৫, ২০২১)