জামালপুর প্রতিনিধি : জামালপুরে করোনা আক্রান্তদের সেবায় হেল্প সেন্টার চালু করেছে জেলা বিএনপি। এই হেল্প সেন্টার থেকে করোনায় আক্রান্তদের দেওয়া হবে সব ধরনের সহযোগিতা। এখানে ড্যাব জামালপুরের আহ্বায়ক ডা. আহম্মদ আলী আকন্দ করোনা রোগীদের চিকিৎসা সেবা দেবেন।

দুই শিফটে এই সেন্টারটি চালু থাকবে। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ও বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। এই সেন্টারে কাজ করবেন বিএনপির দলীয় লোকজন। করোনা আক্রান্ত রোগীদের পরিবার এখানে যোগাযোগ করলে তাদেরকে স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে এক ভিডিও কনফারেন্সে করোনা রোগী চিকিৎসা পর্যবেক্ষণ টিমের কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এই হেল্প সেন্টারটি উদ্বোধন করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা। রফিকুল ইসলাম, এডভোকেট মঞ্জুরুল হক বাবুল খান, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সজিব খান প্রমুখ।

(আরআর/এসপি/জুলাই ১৫, ২০২১)