বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলাল উদ্দিনের প্রয়াত মায়ের নামে চালু করা করেছে ‘বেগম রাজিয়া নাসের অক্সিজেন ব্যাংক’। পৌর ভবন চত্তরে ওই অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন মোরেলগঞ্জ পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদার।

মোরেলগঞ্জ পৌরসভার মেয়রে ব্যবস্থাপনায় সামাজিক দুরত্ব বজায় রেখে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক ভাবে ১৫টি সিলিন্ডার দিয়ে এ অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু হয়। এ সময় মোরেলগঞ্জ পৌরসভায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও চলমান লকডাউনে ক্ষতিগ্রস্থ অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে বাগেরহাট-২ আসনের শেখ সারহান নাসের তন্ময় এমপি’র পক্ষ থেকে ৯০০ দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহয়তা সামগ্রী বিতরণ করা হয়।

বেগম রাজিয়া নাসের অক্সিজেন ব্যাংকের উদ্বোধন ও এমপি শেখ তন্ময়ের খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে মোরেলগঞ্জের পৌর মেয়র বলেন, ফোন করলেই এখন থেকে ঘরে বসেই অক্সিজেন সিলিন্ডার পাবেন করোনা আক্রান্ত মোরেলগঞ্জবাসী। সহায়তা পেতে ০১৩১৮৩২০২৬০, ০১৩১৮৩২০২৫০, ০১৩১৮৩২০২৪০ নম্বরে যোগাযোগ করার জন্য আহবান জানিয়ে তিনি আরো বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে মোরেলগঞ্জ পৌরসভায় অক্সিজেন ও খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর শংকর রায়, আজিজুর রহমান মিলন, শাহীন শেখ, ইউনুছ সরদার, ওয়ালিউর রহমান সুজন,রেদোয়ানুল করিম, মোতালেব ফকির, সাদিয়া সুলতানা, নান্না শেখ, রোকেয়া বেগমসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা।

(এসএকে/এসপি/জুলাই ১৫, ২০২১)