লক্ষ্মীপুর প্রতিনিধি : এক’শ বছরের পুরোনো ১৫ গ্রামবাসীদের চলাচলের কাচাঁ রাস্তা বন্ধ করে ভবন ও প্রাচীর নির্মাণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে শনিবার সকালে প্রায় দুই শতাধিক গ্রামবাসী আনারুল্লা নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ওই রাস্তাটি হলো লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গাজীনগর বাজারের পার্শ্বে ভূমি দূস্যু আনারুল্লার বাড়ির সামনে। এই ঘটনায় গ্রামবাসীরা অভিযোগ করলে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

শনিবার দুপুরে ওই এলাকার সমাজসেবক নুরুল আমিন. আবুল কালাম ও আহছান উল্লাহসহ কয়েকজন গ্রামবাসী অভিযুক্ত আনারুল্লাকে ভুমিদস্যু আক্ষায়িত করে তার বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন।

সরজমিনে ওই গ্রামের গেলে গ্রামবাসীরা আরো জানান, রায়পুর উপজেলার চরপাতা, কেরোয়া,গাজীনগর, রায়পুর ইউনিয়ন এবং ফরিদগঞ্জ উপজেলার পূর্ব আলোনিয়া, পশ্চিম আলোনিয়া, পূর্বএখলাসপুর, পশ্চিমএখলাসপুর ও দূর্গাপুরসহ প্রায় ১৫ গ্রামের ২০ হাজার মানুষ প্রতিদিন প্রায় এক’শ বছরের পুরোনো এই রাস্তাদিয়ে চলাচল করে আসছে। কিন্তু গত বুধবার ও বৃহস্পতিবার প্রভাবশালী আনারুল্লা তার লোকজন নিয়ে রাস্তাটি বন্ধ করে তার উপর পিলার করে পাকা ভবন ও প্রাচীর নির্মাণ কাজ শুরু করে।

এতে স্থানীয় লোকজন ওই রাস্তা বন্ধ না করার জন্য আনারুল্লাকে অনুরোধ জানান। কিন্তু আনারুল্লা ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীর কথা না শূনে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেন। এতে গ্রামবাসী উত্তেজিত হয়ে শনিবার সকালে গাজীনগর বাজারে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে ইউ এন ও কে বিষয়টি জানান। পরে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তা বন্ধ না করার জন্য ভূমিদস্যু আনারুল্লার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

অভিযুক্ত আনারুল্লা বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তির উপর ভবন ও প্রাচীর করছি। মানুষের যাতায়াতের সুবিদার জন্য পার্শ্বের খাল ভরাট করে দেওয়া হবে। ইউএনও’র নিদের্শে কাজ বন্ধ রাখা হয়েছে।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম বলেন, গ্রামবাসীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে ইউপি চেয়ারম্যানকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

(জিসিপি/এএস/সেপ্টেম্বর ০৬, ২০১৪)