গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মামার বাড়ি বেড়াতে এসে করতোয়া নদীতে গোসল করতে নেমে প্রাণ হারালো নবম শ্রেণির ছাত্রী কিশোরী তানিয়া (১৬)। পৌর এলাকার বালিয়ামারী (খলসী চাঁদপুর) এলাকায় করতোয়া নদীর পানিতে ডুবে শুক্রবার দুপুরে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। তানিয়া উপজেলার তালুক রহিমাপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

এলাকাবাসী জানান, তানিয়া গত বৃহস্পতিবার বিয়ের দাওয়াতে পৌর এলাকার চড়পাড়া মহল্লার মামা বুলু মিয়ার বাড়িতে আসে। শুক্রবার দুপুরে সমবয়সী দুই মামাতো বোনকে সাথে নিয়ে পাশ্ববর্তী করতোয়া নদীতে গোসল করতে যায় তানিয়া। গোসল করতে নেমে তানিয়া বালু উত্তোলনের গর্তে পড়ে নিখোঁজ হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর ফায়ার সার্ভিসের সহায়তায় এলাকাবাসী নদীতে বালু উত্তোলনের খাঁদ থেকে তানিয়ার লাশ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তানিয়ার সঙ্গীরা জানিয়েছে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গর্তে সে পড়ে যায়। সঙ্গীরা তাকে টেনে তোলার চেষ্টা করলেও তাঁরা ব্যর্থ হয়।

(এসআরডি/এএস/জুলাই ১৬, ২০২১)