কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : করোনা ভাইরাস, আইন শৃঙ্খলা রক্ষা ও সামাজিক অবক্ষয়রোধে কাপাসিয়া থানা পুলিশ মসজিদ ভিত্তিক প্রচার-প্রচারণা চালিয়েছেন। কাপাসিয়া উপজেলার বিভিন্ন মসজিদে প্রচারণার চালনা করা হয়।

উপজেলা পরিষদ জামে মসজিদে জুম্মার নামাজের সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলম চাঁদ। তিনি বলেন, বিশ্ব পরিমন্ডলে করোনার প্রকোপ মোকাবেলায় উন্নত দেশগুলো উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে পরিত্রাণ পেতে তাদের মতো করেই ব্যবস্থা গ্রহনের প্রচেষ্টা চালাচ্ছেন। বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে মাস্ক পরিধান, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার, ঘন ঘন হাত ধোয়া এবং গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেন।

তিনি আরো বলেন, বর্তমান সামাজিক অবক্ষয়, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিয়ে, কিশোর-কিশোরীদের মোবাইল ব্যবহারে সর্তক এবং ঈদকে সামনে রেখে অপরাধী চক্রের সক্রিয় হয়ে উঠারোধে সর্তক থাকতে হবে। বিশেষ করে অভিনব কায়দায় গরু চুরি ও মোটরসাইকেল চুরি রোধে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

(এসকেডি/এএস/জুলাই ১৭, ২০২১)