রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়িতে করোনা আক্রান্ত হয়ে ঝরে গেল আরো দুই প্রাণ। গত ২৪ ঘন্টায় উপজেলার শিমলাপল্লীতে ৭০ ও সদরে ৫৫ বছরের দুই পুরুষের একজন জামালপুর জেনারেল হাসপাতালে ও অন্যজন হোম আইসোলেশনে মারা যান। এ নিয়ে জেলায় ৭৪ জন করোনা রোগীর মৃত্যু হলো।

এছাড়া গত একদিনে ২০১ টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হলো আরও ৩৭ জনের করোনা সংক্রমণ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩৭৬৬ জনে পৌঁছল। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৪০ শতাংশ।

অপরদিকে, ২৪ ঘন্টায় জামালপুর সদরে ৪৪ জন, মেলান্দহে ১ জন, ইসলামপুরে ৩ জন, সরিষাবাড়ীতে ৫ জন, দেওয়ানগঞ্জে ১ জন ও বকশীগঞ্জে ৬ জনসহ ৬০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ২৯৯১ জন।

শনিবার (১৭ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস এসব তথ্য দেন।

ওই কর্মকর্তা আরো জানান, সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষায় ২৭ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ১১ টি নমুনা পরীক্ষায় ৪ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ২৬ টি নমুনা পরীক্ষায় ৬ জন অর্থাৎ মোট ২০১ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৩৭ জনের করোনা শনাক্ত হয়।

এর মধ্যে জামালপুর সদরে রয়েছেন ২৩ জন, মেলান্দহে ২ জন, মাদারগঞ্জে ১ জন, সরিষাবাড়ীতে ৯ জন, দেওয়ানগঞ্জে ১ জন ও বকশীগঞ্জে ১ জন।

সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর- দাপুনিয়া ৩ জন, বানিয়া বাজার ২ জন, শরীফপুর, গেইটপাড়, আমলাপাড়া, শাহপুর ২ জন, বগাবাইদ, দয়াময়ী মোড়, গোপীনাথপুর, কাছারীপাড়া, কামারপাড়া ২ জন, বজ্রাপুর ২ জন, সদর, চানপুর, শেখেরভিটা ২ জন ও দেওয়ানপাড়া।

মেলান্দহ- রুহিলী ও দুরমুঠ। মাদারগঞ্জ- বালিজুড়ী। সরিষাবাড়ী- আরামনগর বাজার, যমুনা সার কারখানা, চর বালিয়া, পিংনা কলেজ, পোগলদিঘা, বাঘ আছড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২ জন ও পলিশা। দেওয়ানগঞ্জ- দেওয়ানগঞ্জ। বকশীগঞ্জ- সাধুরপাড়া।

(আরআর/এএস/জুলাই ১৭, ২০২১)