ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধু ও শহীদ মুক্তিযোদ্ধাদেও স্মরণে বৃক্ষরোপন করে সিরাজগঞ্জ গণহত্যা অনুসন্ধান কমিটি।

শনিবার ১৭ জুলাই সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহিদ কর্নেল আবু তাহের বীর উত্তম ও বীর মুক্তিযোদ্ধা শহিদ আবুল কালাম আজাদ-এর নামে কৃষ্ণচূড়া ও বকুল বৃক্ষ রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শহিদ আজাদের মা মোছা. ননী বেওয়া, সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, আ.লীগ নেতা, মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী, জেলা জাসদ সভাপতি, মুক্তিযোদ্ধা আবদুল হাই তালুকদার, সিরাজগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার গাজী ফজলুর রহমান ফজলু, মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর শাহাদাত হোসেন,সমাজ সেবক ফুলাদ হায়দার খান, অনুসন্ধান কমিটির সংগঠক নব কুমার কর্মকার, মনিরুজ্জামান খান, শহিদ আজাদের ভাগ্নে বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।

(আই/এসপি/জুলাই ১৭, ২০২১)