স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে রেজিস্ট্রেশন ছাড়াই চারটি পোশাক তৈরি কারখানার শ্রমিকদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। 

রবিবার (১৮ জুলাই) সকাল থেকে করোনার টিকা দেওয়া শুরু হয়। রেজিস্ট্রেশন ছাড়া শুধু এনআইডি কার্ড দেখিয়েই
কারখানার শ্রমিকরা নিতে পারছেন টিকা।

কারখানা চারটি গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার স্পেরো অ্যাপারেলস লিমিটেড, কোনাবাড়ী এলাকার তুসকা গ্রুপের দুটি ও ভোগড়া এলাকার রোজভ্যালী নামের একটি পোশাক তৈরি কারখানা।

নগরের কোনাবাড়ী এলাকার তুসুকা ডেনিম কারখানায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রধান অতিথি সিটি মেয়র জাহাঙ্গীর আলম। এতে গাজীপুরের সিভিল সার্জন ডা: মোঃ খায়রুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক ও বিজিএমইএ নেতৃবৃন্দ এবং কারখানার মালিকগণ বক্তব্য রাখেন। বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশের সহযোগিতায় প্রথম দিনের চারটি কারখানায় প্রায় ১২ হাজার শ্রমিককে ভ্যাকসিন দেওয়া হবে।

(এস/এসপি/জুলাই ১৮, ২০২১)