বাগেরহাট প্রতিনিধি : ঈদুল আজহা উপলক্ষ্যে মোংলা বন্দরের ফুয়েল জেটি এলাকায় সুন্দরবনে দস্যুতা ছেড়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরা সাবেক বনদস্যুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে র‌্যাব ৮।

রবিবার দুপুরে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরা মোংলার ৬০ জন সাবেক বনদস্যু ও তাদের পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, আলু, পেয়াজ, সেমাই, চিনি, সয়াবিন তেল ও নগদ টাকা তুলে দেন র‌্যাব ৮ এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মিজানুর রহমান।

২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত র‌্যাবের মাধ্যমে সুন্দরবনের ২৭টি বনদস্যু বাহিনীর ২৮৪ জন সদস্য আত্মসমর্পণ করেন। তার মধ্যে মোংলার ছিলেন ৬০ জন। সুন্দরবনের সব বনদস্যু আত্মসমর্পণের পর ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন

(এসএকে/এসপি/জুলাই ১৮, ২০২১)