বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলা উপজেলার দিঘরাজ বাজারে রবিবার ভোর রাতে অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে মোংলা বন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে।

আগুনে ৩টি দোকান পুড়ে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পুড়ে যাওয়া দোকান মালিকরা দাবী করছে। ফায়ার সার্ভিস সদস্যরা প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুৎতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

মোংলা বন্দর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আরদেশ আলী জানান, রবিবার ভোর রাতে দিঘরাজ বাজারে আক্কাস এর তেলের দোকানে আগুন জ্বলতে দেখে মোংলা বন্দর আমাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে এসে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে আক্কাসে তেলের দোকান, তপনের টেইলার্সসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ছাড়া আরও কয়েকটি দোকানঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি বৈদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

(এসএকে/এসপি/জুলাই ১৮, ২০২১)