বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের একটি খালে নৌকার ভিতর থেকে বিষ ও বিষযুক্ত ৪০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে বন বিভাগ। রবিবার  ভোরে সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের নজরুলের ভারানী খাল থেকে এসব জব্দ করা হয়েছে। তবে এসময়ে নৌকা ফেলে জেলেরা বনের গহীন অরণে পালিলে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চাঁদপাই ষ্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, জেলেনা অবৈধ ভাবে সুন্দরবনে ঢুকে খালে বিষ দিয়ে মাছ শিকার করছে এমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নৌকা জব্দ করা হয়েছে। এসময় অবৈধ অনুপ্রবেশকারী জেলেরা দৌড়ে বনের গহীন অরণ্যে পালিয়ে যায়। পরবর্তীতে নৌকায় থাকা ৬ বোতল বিষ, দুই প্যাকেট রোটেনন বিষ ও বিষযুক্ত ৪০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। পরবর্তীতে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে বিষযুক্ত চিংড়িগুলো মাটি চাপা দেওয়া হয়েছে।

(এসএকে/এসপি/জুলাই ১৮, ২০২১)