দীপক চন্দ্র পাল, ধামরাই (ঢাকা) : ঢাকা আরিচা মহাসড়কে আশুলিয়ার নবীনগর থেকে ধামরাই ও মানিকগঞ্জ এলাকা পর্যন্ত  থেকে থেকে যানজট হলেও বেশীর ভাগ সময় ফাকা। 

মঙ্গলবার বিকেল থেকে আরিচা মহা সড়কটি অনেকটাই ফাকা ।গন পরিবহন কম থাকায় ঈদে ঘর মুখো মানুষ ট্রাক-টেম্পু ভ্যান রিক্সায় অতিরিক্ত ভাড়ায় বাড়ি ফিরছে আপন জনদের ঈদ করবে আশায়।।

ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই ঢুলিভীটা থেকে আরিচা পাটুড়িয়া যেতে ভাড়া ৬০ টাতার স্থলে নিচ্ছে দেড় -দুই শত টাকা ভাড়া নিচ্ছে ।

পরিবহন চালক শ্রমিকরা যে যে ভাবে যাত্রী ভরে আরিচা সহ বিভিন্ন্ রোড়ে ছুটছে। ভাড়া নিচ্ছে অরিরিক্ত।তবুৃও ঈদ করবে আপন জনদের সাথে প্রত্যাশা ও জীবনের ঝুকি নিয়ে ছুটেছে বাড়ি। বিকেল তিনটা থেকে এই যান জটের সৃষ্টি হয়।তবে আজ যাজট নেই ছুটছে গাড়ি ফাকা সড়কে।ভীড়ও কমে এসেছে।

ধামরাইয়ের সব আঞ্চলিক সড়ক গুলি যানজটে ঈদ কেনা কাটায় সাধারন মানুষ চলাচলে বিগ্ন ঘটায় ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখিন হয়েছে।

(ডিসি/এসপি/জুলাই ২০, ২০২১)