জামালপুর প্রতিনিধি : ঈদ উপলক্ষে ৩৫০ জন অসহায় ব্যক্তিদের ঈদ সামগ্রী দিয়েছে জামালপুর জেলা বিএনপি।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, সেমাই, চিনি, তেল ও দুধ। সেসব বিতরণ করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এ সময় জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, পৌর বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক মাইন উদ্দিন বাবুল, সদস্য সচিব শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা যুবদলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক হাসান সরোয়ার মঞ্জুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপিনেতা অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন অভিযোগ করে বলেন, মহামারী করোনার মধ্যেও সরকারী দলের নেতাকর্মীরা জনগণের নামে টাকা-পয়সা লুটপাট করে খাচ্ছে। তারা জনগণের পাশে না থেকে লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রায় ১৪ বছর ধরে ক্ষমতার বাইরে রয়েছে। কিন্তু তারপরও বিভিন্ন দুর্যোগে বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে ছিলেন, এখনও আছেন।

তিনি আগামী দিনে সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

(আরআর/এসপি/জুলাই ২০, ২০২১)