ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী ও আটঘোরিয়ার সর্বস্তরের জনসাধারণকে  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এবং সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব শামসুর রহমান শরীফ পুত্র সাকিবুর রহমান শরীফ কনক। 

তিনি বলেন, বছরে মুসলমানদের বড় দুটি উৎসবের মধ্যে একটি হচ্ছে কোরবানির ঈদ। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। পবিত্র এ হজ্বের মৌসুমে পশু কোরবানির মাধ্যমে মানুষের মনের কু-প্রবৃত্তিকে কোরবান করা হয়। ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির বৈশিষ্ট্যে মণ্ডিত।

করোনাকালে এবার চতুর্থ ঈদ পালন করছে বিশ্বের মুসলিম জনগোষ্ঠী। বাংলাদেশে প্রথম দুটি ঈদে যতোটা না করোনা বিষয়ে অভিজ্ঞতা ছিল, এবার তার চেয়ে বেশি। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখন বেড়েছে। আরও অনেকদিন করোনার সঙ্গে বসবাস করতে হবে। তাই এবারে ঈদ শুভেচ্ছার ভাষাও বদলে গেছে। আমরা এক সংকটময় সময়ে ঈদুল আজহা উদযাপন করছি। আসুন, আমরা সবাই পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ ঈশ্বরদী ও আটঘোরিয়া গড়ে তুলি।

করোনাভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। আমাদের মাননীয় প্রদানমন্ত্রী বঙ্গবন্ধু কণ্য জননেত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

আমার মরহুম বাবার মতো আমি নিজেও সামর্থ্য অনুযায়ী আমার এলাকার অসহায়, দরিদ্র, খেটে খাওয়া, কর্মহীন মানুষের পাশে ছিলাম, রয়েছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

আসুন, এই ঈদে আমরা আমাদের প্রিয়জনদের সুরক্ষার জন্য ঘরে থেকে উদযাপন করি। ঈদ সবার জীবনে বয়ে আনুক আশীর্বাদ ও আনন্দ। সবাইকে ঈদ মোবারক !

(এসকেকে/এসপি/জুলাই ২০, ২০২১)