গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৬ জন আহত হয়েছে। 

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার গাও রামগোপালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কেন্দুয়ার গন্ডা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রিয়াদ মিয়া(২৩) ও শান্তি রাণী (২৫) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকভেড় গ্রামের শিরিন আক্তার (৩০)।

এলাকাবাসী জানায়, ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জমুখী নাম্বার বিহীন একটি মাহিন্দ্রার সঙ্গে ভৈরব থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী শ্যামল ছায়া এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১১-৪৭৩৭) বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী মারা যায়। এ সময় আহত হন শিশু সহ আরও সাতজন। আহত পাঁচ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে মলম গাড়ি দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যায়।

এছাড়া শিশু সহ তিন জনকে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকভেড় গ্রামের শিরিন আক্তার (৩০) ও কেন্দুয়ার গন্ডা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রিয়াদ(২৩) মারা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুই জন ঈশ্বরগঞ্জ উপজেলার দওপাড়া গ্রামের তাইজুল ইসলাম (২৮), ভালুকভেড় গ্রামের জেৎাসনা আক্তার (২৫), কেন্দুয়ার গন্ডা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রিয়াদ (২৩)।

গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম জানান, নিহতরা মাহিন্দ্র’র যাত্রী ছিল। বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এছাড়াও ঘটনাস্থলে বিশ হাজার টাকা পাওয়া গিয়েছে।

(এস/এসপি/জুলাই ২১, ২০২১)