নিউজ ডেস্ক : কন্যা সন্তান জন্মের ৮ ঘণ্টা পর করোনায় আক্রান্ত হয়ে প্রিয়াঙ্কা সমাদ্দার (২৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, পাঁচ বছর আগে পারিবারিক ভাবে ব্যাংক কর্মকর্তা তন্ময়ের সঙ্গে বিয়ে হয় প্রিয়াঙ্কার। দাম্পত্য জীবনে সুখী ছিলেন তারা। হঠাৎ প্রিয়াঙ্কার জীবনে নেমে আসে অন্ধকার। দুইমাস আগে বাবা বিমল তালুকদার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। বাবার মৃত্যুর দেড় মাসের মাথায় পরিবারটির ওপর আক্রমণ করে মহামারি করোনা। প্রিয়াঙ্কা দ্বিতীয়বার গর্ভবতী হওয়ায় তাকে কাউখালী মায়ের কাছে রেখে আসা হয়। সেখানেই তিনি ও তার মা করোনায় আক্রান্ত হন।

অবস্থার অবনতি হলে প্রিয়াঙ্কাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রিয়াঙ্কা হাসপাতালে থাকা অবস্থায় সেখানে তার মা হাসি তালুকদার মারা যান। প্রিয়াঙ্কার স্বামী তন্ময় সমাদ্দারও করোনায় আক্রান্ত হন।

মৃতের সৎকারে অংশ নেয়া আব্দুল লতিফ খসরু বলেন, ‘দুই মাসের মধ্যে একটি পরিবারের তিনটি মরদেহের সৎকার করাতে হল।’

(ওএস/এসপি/জুলাই ২১, ২০২১)