দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে "প্রভু জগদ্বন্ধু সুন্দরের " ১৫০ তম  আবির্ভাব তিথি উপলক্ষে এক প্রিমিয়ার চলচ্চিত্র প্রদর্শনী মঙ্গলবার রাতে শ্রীধাম শ্রীঅঙ্গন অনুষ্ঠিত হয়।

"বন্ধুস্মরণে গুপ্ত শব্দ" চলচিত্র টির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন বিশ্বাস। অভিনয় করেছেন অভিষেক বসু,পলাশ খান, শহীদ চিসতি, কামরুজ্জামান তাপু, পিংকি পোদ্দার সহ আরো অনেকেই।

এই চলচ্চিত্রে স্থানীয় শিল্পীবৃন্দ অংশগ্রহণ করে চলচ্চিত্রটি তৈরি করেছেন। এতে প্রভু জগদ্বন্ধু সুন্দরের জীবন ও কর্মের উপর বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। তার আধ্যাত্মিক দিকদর্শন থেকে শুরু করে সমস্ত কিছুই এই চলচ্চিত্রে প্রকাশ পেয়েছে।
এই প্রিমিয়ার শো টি উল্লেখযোগ্য সংখ্যক দর্শক উপভোগ করেন।

এ সময় অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিনেতা অভিনেত্রীরা তাদের চলচ্চিত্র তৈরির বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখেন ।

এ সময় বক্তব্য রাখেন এসএম পলাশ খান, কামরুজ্জামান অপু, জাহাঙ্গীর হোসেন, মানিক সাহা, সুমন বিশ্বাস, শিলা সাহা, মেহেদি মিঠু, কামরুজ্জামান তুষার, শহীদ চিশতী, রাম বন্ধু ব্রহ্মচারী প্রমূখ।

(ডিসি/এসপি/জুলাই ২১, ২০২১)