সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গলাচিপা উপজেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক শুভেচ্ছা বানীতে শওকত আনোয়ার জানিয়েছেন, বছর ঘুরে প্রতি বছরের ন্যায় সুখ, শান্তি, সমৃদ্ধি, ভ্রাতৃত্বের বন্ধন আর ত্যাগের মহিমার বার্তা নিয়ে মুসলমানদের ঘরে ঘরে আবারো হাজির হয়েছে মুসলিম ধর্মালম্বীদের অন্যতম এক ধর্মীয় উৎসব ঈদুল আযহা। ঈদ মানে শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্বের বন্ধনের শিক্ষা এবং ধনী গরিব সকল ভেদাভেদ ভুলে গিয়ে সাম্য, মৈত্রী ও সেই শিক্ষার প্রতিফলন হোক সকলের জীবন।

এছাড়াও তিনি আরো বলেন, আমাদের বাংলাদেশ সহ সারা বিশ^ব্যাপী করোনা ভাইরাস (কেভিড-১৯) এর সংক্রমনের ফলে গত বছরের মত এ বছরও ভিন্ন পরিচিতির মধ্য দিয়ে ঈদ উৎযাপিত হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমনের হার আগের তুলনায় আকষ্মিকভাবে আরো বেশি বেড়ে গেছে। পুলিশ বাহিনী সহ অনেকে চিরতরে হারিয়ে ফেলেছেন তাদের নিকট আত্মীয় তথা অতি প্রিয় জনদের। একদিকে প্রিয়জন হারানোর বেদনা অন্যদিকে ঈদ আনন্দ সবকিছু মিলিয়ে পুরো দেশেই একটা চাপা কষ্ট বিরাজ করছে সকলের মনে। তাই আসুন আমরা সকলে নিজ ও নিজের পরিবার এবং বৃহৎ জনস্বার্থে সরকারি সকল নির্দেশনা মেনে মুখে মাস্ক পরিধান করে ঈদের নামাজে অংশগ্রহণ করি। সেই সাথে অধিক স্বাস্থ্য সচেতনতার মধ্যে ঈদ উদযাপনের জন্য গলাচিপাবাসীর সকলকে আহবান জানিয়েছেন তিনি। সকলে ভাল থাকবেন, সুস্থ থাকবেন ঈদ মোবারক।

(এসডি/এসপি/জুলাই ২১, ২০২১)