রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ঢিলে-ঢালাভাবে পালিত হচ্ছে কঠোর লকডাউনের প্রথম দিন। প্রধান প্রধান সড়কে পুলিশের উপস্থিতি দেখা গেলেও অন্যান্য সড়কে প্রশাসনিক তৎপরতা একেবারে নেই। ফলে শহর ও গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোতে জনসমাগম রয়েছে। সড়কে চলাচল করছে প্রায় সবধরণের যান। 

এদিকে, গত ২৪ ঘন্টায় সামেক হাসপাতালে করোনা উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এপর্যন্ত জেলায় করোনা উপসর্গে মারা গেলেন ৪৯৮ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন। গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের নমুনা পরীক্ষা করে নয় জনের করোনা শনাক্ত হয়েছে। যার শতকরা হার ১৪দশমিক ২৯ শতাংশ। মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা- ২৬ ও বেসরকারি হাসপাতালে পাঁচ জন। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাপসাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৮৪ ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪১। হোম আইসোলেশনে অছেন এক হাজার ১৩৬ জন।

(আরকে/এসপি/জুলাই ২৩, ২০২১)