মাগুরা প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণে মাগুরা সদরের ২৫০ শয্যা হাসপাতালে তানজিলা খাতুন নামের এক নার্সের (৪৮) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাগুরার সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান বলেন, জ্যেষ্ঠ নার্স তানজিলা মাগুরা সদরের ২৫০ শয্যা হাসপাতালের করোনা ওয়ার্ডে দায়িত্বরত ছিলেন। জ্বর, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ৪ জুলাই দুপুরের দিকে ওই নার্সকে মাগুরা হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্বজনেরা।

তাঁকে প্রথমে বাড়িতে পরে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হয়। তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।

স্বাস্থ্যবিধি মেনে ওই নার্সের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বাড়ি লকডাউন করার জন্য প্রশাসনকে বলা হয়েছে।

(এম/এসপি/জুলাই ২৩, ২০২১)