মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট পযর্ন্ত ১৪ দিনের কঠোর লকডাউনের আজ প্রথম দিন। তাই  আজ থেকেই কঠোর লকডাউন বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলার সড়ক গুলোতে টহল দিতে দেখা গেছে নির্বাহী ম্যাজিস্টেট, বিজিবি, পুলিশ ও র‍্যাব সদস্যদের। শহরের বিভিন্ন পয়েন্টে ১২ টি চেক পোষ্ট বসিয়ে লকডাউন বাস্তবায়নে কাজ করছে প্রশাসনের কর্মকর্তারা।

জেলার বিভিন্ন হাট বাজার গুলিও নিয়ন্ত্রনে বিশেষ তৎপর রয়েছেন প্রশাসান। ঔষধ ,কাচা বাজার, খাবারের দোকান ছাড়া অন্যান্য দোকান-পাট বন্ধ রয়েছে। তবে জনসাধারন আগের মতোই স্বাভাবিক অবস্থায় আছে। এসময়ে প্রায় সকলের মুখেই দেখা গেছে মাক্স। এবং যারা মাক্স ছাড়া বাহিরে বের হয়েছিল তাদের জরিমানা করতে দেখা যায় প্রশাসনকে।
ব্যক্তিগত দু-একটি গাড়ী দেখা গেলে ও আইনশৃংখলা বাহিনী তা আটকিয়ে প্রয়োজনীয় অনুমতি পত্র না পেলে ফেরত পাঠিয়েছেন এবং জরিমানার আওতায় ও আনা হয়েছে ।

এছাড়াও শহরের মেট্রোহল এলাকায় রিকশা উল্টো করে রেখে কঠোর লকডাউন বাস্তবায়ন করতে দেখা যায়।

(এস/এসপি/জুলাই ২৩, ২০২১)