ইকবাল মাহমুদ হিরু, সদরপুর (ফরিদপুর) : ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় হঠাৎ করে বেড়ে চলেছে টিউবওয়েলের মাথা চুরির ঘটনা। এমতাবস্থায় উপজেলার সাধারণ মানুষ এমন মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বেচে থাকার যুদ্ধের সাথে নতুন করে যুক্ত হয়েছে বিশুদ্ধ পানির সংকট। এই ঘটনার প্রতিকারের জন্য এলাকার লোকর সদরপুর থানায় অভিযোগ করে।

সদরপুর থানায় চোরের উপদ্রবের এমন অভিযোগ পাওয়ার পরে অভিযান পরিচালনা করে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদারের নির্দেশে থানা পুলিশের অভিযানে দুই চোর শুক্রবার রাতে আটক হয়। আটককালে তাদের নিকট ৬টি টিউবয়েলের মাথা পাওয়া যায়।

এ ঘটনায় সদরপুর থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন সদরপুর উপজেলার নয় রশি গ্রামের সৈয়দ নুর আহম্মেদ। শনিবার দুই চোর কে গ্রেফতার করে ফরিদপুর কোর্ট হাজতে প্রেরণ করেন।

আটককৃত দুই চোর হলো, ভাঙ্গা থানার নাজিরপুর গ্রামের আঃ ওয়াহেদ মুন্সীর পুত্র দেলোয়ার মুন্সী (৫০) ও সদরপুর উপজেলার নয়রশি গ্রামের রায়হান (২৫)।

এলাকার লোকমুখে শোনা যায়, গ্রামের বিভিন্ন জায়গায় মাদকসেবীদের আনাগোনা লক্ষ্যনীয়। এদের ধরনা মাদকের টাকা জোগাড় করার জন্য এরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে রাতের বেলায় টিউবয়েলের মাথা চুরি করে বিক্রি করে আসছিল।

(আই/এসপি/জুলাই ২৫, ২০২১)