আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় গত ২৪ ঘন্টায় ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম সুমনসহ ২৩জনের করোনা শনাক্ত নিশ্চিত করেছে সংশ্লিষ্ট প্রশাসন। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তর সংখ্যা দাড়িয়েছে ৪শ ৩৩ জনে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা (ইউ.এইচ.এ.এফ.পিও) ডা. বখতিয়ার আল মামুন জানান, রবিবার ৪৪ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় আগৈলঝাড়া খানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলামসহ ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে হাসপাতাল ল্যাবে র‌্যাপিড ষ্টেটের মাধ্যমে ৩৩ জনের নমুনা পরীক্ষায় ২১ জন এবং জিন এক্সপার্ট মেশিনে ৮জনের নমুনা পরীক্ষায় ২ জনসহ মোট ২১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর আগে শনিবার রেকর্ড পরিমান ২৭জন আক্রান্ত হয়েছে।

ইউ.এইচ.এ.এফ.পিও ডা. বখতিয়ার আল মামুন আরও জানান, করোনা ভাইরাসে আক্রান্তরা সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। আক্রান্ত এলাকার মধ্যে রত্নপুর ও গৈলায় সংক্রমন বেশী।

(টিবি/এসপি/জুলাই ২৫, ২০২১)