আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১০ আগস্ট থেকে বিদেশিদের ওমরাহ করার অনুমতি দিয়েছে সৌদি আরব। দেশটি এক প্রজ্ঞাপনে জানিয়েছে, ৯টি দেশ ছাড়া বাকি সব দেশ থেকেই সৌদি আরবে সরাসরি বিমান চলাচল করবে।

তবে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও লেবানন-এই ৯টি দেশের নাগরিকদের তৃতীয় আরেকটি দেশে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে।

এছাড়াও বাধ্যতামূলক ফাইজার, মডার্না, অ্যাস্টাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের করোনা টিকার সম্পূর্ণ ডোজ নেয়া থাকতে হবে।
চীনের দু’টি ডোজ নেয়ার পর ফাইজার, মডার্না, অ্যাস্টাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের একটি করে টিকা বুস্টার ডোজ হিসেবে নিতে হবে।

এছাড়া ওমরাহ হজযাত্রীদের বয়স ১৮ বা তার বেশি হতে হবে।

(ওএস/এএস/জুলাই ২৬, ২০২১)