স্টাফ রিপোর্টার : সারা দেশে ১৪ দিনের কঠোর বিধিনিষেধের চতুর্থ দিন আজ। দ্বিতীয় দিনের মতো আজও ব্যাংকসহ বেশ ক'টি সেবাদানকারী প্রতিষ্ঠান খোলা। 

তাই চাকরি বাঁচাতে অনেকেই ছুটছেন কর্মস্থলে। গণপরিবহণ না চলায় পড়তে হচ্ছে ভোগান্তিতে। হেঁটে কিংবা রিকশায় অফিসে যাচ্ছেন তারা।

আজও রাজধানীর প্রবেশমুখগুলোতে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা গেছে। করোনা মহামারীর সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে শক্ত অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

তারা বলছে, সরকারি নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করছে তারা। আছে প্রশাসনের নজরদারিও। বাইরে বের হওয়া জনসাধারণকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অকারণে বের হলে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত চলমান থাকবে এই কঠোর বিধিনিষেধ।

(ওএস/এএস/জুলাই ২৬, ২০২১)