আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার নৌবাহিনী যে কোনও শত্রু কে শনাক্ত করে ‘অপ্রতিরোধ্য আঘাত’ হানতে সক্ষম, এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নৌবাহিনী দিবস উপলক্ষে সেইন্ট পিটার্সবার্গে আয়োজিত প্যারেডে পুতিন বলেন, পানির নিচে, উপরে কিংবা আকাশে যে কোনও শত্রুকে শনাক্ত করতে সক্ষম রাশিয়া।

গত জুন মাসে কৃষ্ণসাগরে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ডিফেন্ডার প্রবেশের অভিযোগ করেছিল মস্কো।

সতর্কতামূলক গুলি ও বোমা ছুড়ে যুদ্ধজাহাজটিকে তাড়িয়ে দেয়ার কথাও সে সময় জানায় রাশিয়া। তবে সে দাবি অস্বীকার করে যুক্তরাজ্য সরকার।

২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখল করলেও যুক্তরাজ্যসহ বিশ্বের বেশিরভাগ দেশই এখনও ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ হিসেবে স্বীকৃতি দেয়।

(ওএস/এএস/জুলাই ২৬, ২০২১)