আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসের ঘটনায় ৯ পর্যটক নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা।

স্থানীয় সময় রবিবার হিমাচলের কিন্নর জেলার বাদসেরি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। সে সময় পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে আসে এবং পর্যটকদের বহনকারী একটি গাড়িতে আঘাত লাগে। এতে ৯ পর্যটক প্রাণ হারান।

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) বরাত দিয়ে এএনআই জানিয়েছে, গাড়িটিতে ১১ জন আরোহী ছিলেন। আহতদের মধ্যে দু'জন ওই গাড়িতে থাকা পর্যটক এবং একজন পথচারী। ভূমিধসের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই সেখানে একটি উদ্ধারকারী দলের সদস্যরা ছুটে যান।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, নিহতরা দিল্লি এবং ভারতের বিভিন্ন স্থান থেকে হিমাচলে ঘুরতে এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যকমে তাদের প্রাণ হারাতে হলো। ভূমিধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, পাহাড় থেকে গড়িয়ে বড় বড় পাথর নিচে একটি সেতুর ওপর আছড়ে পড়ছে। এতে সেতুটি ভেঙ্গে নদীতে পড়ে যায়। পাথরের আঘাতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, কয়েকদিনের ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র, মুম্বাই ও গোয়া। বন্যাকবলিত মহারাষ্ট্র ও গোয়ায় এখনো অনেকে নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্রে বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ১৩৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

ওই রাজ্যের ৮৪ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। গোয়ায় কয়েকশ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে চারশোর বেশি মানুষকে। এদিকে, মুম্বাইয়ে এখনো জারি রয়েছে রেড অ্যালার্ট।

(ওএস/এএস/জুলাই ২৬, ২০২১)