ঠাকুরগাঁও প্রতিনিধি : করোনাভাইরাস মোকাবেলায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন হস্তান্তর করা হয়েছে। 

মার্কিন যুক্তরাস্ট্রে বসবাসকারী ঠাকুরগাঁও জেলার অধিবাসীদের সংগঠন ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে গতকাল সোমবার বিকেলে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এটি হস্তান্তর করা হয়।

সংগঠনটির সভাপতি হাসান উল্লাহ ফিলিপ ও সাধারন সম্পাদক মোস্তফা কামাল মামুনের পক্ষ থেকে এটি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জিয়াউল হক মুকুল ও উপওজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম এর মাধ্যমে ঈস্খদান করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল হক খানকে অক্সিজেন কনসেনট্রেটর মেশিনটি হস্তান্তর করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এবং জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু।

উল্লেখ্য, কোভিড -১৯ মোকাবিলায় জেলার বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২টি করে অক্সিজেন সিলিন্ডার ও কনসেনট্রেটর মেশিন প্রদান করেন এ সংগঠনটি। আগামীতেও বড় পরিসরে বিভিন্ন করোনা উপকরণ বিতরণ করা হবে বলে জানান সংগঠনের সদস্যরা।

(আই/এসপি/জুলাই ২৬, ২০২১)