জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধে জাহাঙ্গীর আলম (৫০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ জুলাই) বিকেল ৫ টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের পূর্বদাগি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের মৃত গাজিউর রহমানের ছেলে। তিনি ২ ছেলে সন্তানের জনক।

নিহতের স্বজনরা জানান, কৃষি ও বসতভিটার ৬ বিঘা জমি নিয়ে কৃষক জাহাঙ্গীর আলমের সাথে প্রতিবেশী মৃত নবীন মোল্লার ছেলে রফিকুল, শফিকুল ও তাদের স্বজনদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার বিকেলে বাড়ির সামনের জমিতে কাজ করতে যান তিনি। জমিতে পৌঁছার সাথে সাথেই প্রতিপক্ষের ২০ থেকে ২৫জন পুরুষ ও মহিলা তার ওপর অতর্কিত হামলা চালায়। জাহাঙ্গীর আলমকে কুপিয়ে মাঠে ফেলে চলে যায় তারা। খবর পেয়ে স্বজনরা জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ময়নুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ করেননি।

(আরআর/এএস/জুলাই ২৬, ২০২১)