রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় কিছুতেই কমছেনা করোনা সংক্রমনে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা আক্রান্ত ও বাকী ৭ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরন করেছেন। জেলার একমাত্র করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে, করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন মোট ৮৪ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৫২২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২২২ জনের নমুনা পরীক্ষা শেষে ৭৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ৩৫ দশমিক ৫৯ শতাংশ। 

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ১৫৩ জন। এছাড়া বর্তমানে ২৪৫ জন করোনা আক্রান্ত রোগী সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনা সংক্রমন প্রতিরোধে সবাইকে মাস্ক পরার এবং সরকারের দেয়া স্বাস্থবিধি মেনে চলার আহবান জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

(আরকে/এসপি/জুলাই ২৭, ২০২১)