গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় কঠোর লকডাউনে করোনা প্রতিরোধে তৎপর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। অন্যান্য দিনের মত কঠোর লকডাউন বাস্তবায়নে ৬ষ্ঠ দিন বুধবার (২৮ জুলাই) বেলা ১০টার পর গলাচিপায় উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ ভাবে মহড়া দিয়েছেন।

শহরের প্রধান সড়কগুলিতে যৌথভাবে মহড়া দেয়া হয়েছে। এবারের বিধি নিষেধ গতবারের চেয়ে কঠোর বলে জানানো হয়েছে। বেলা ১০টার পর থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে আইন শৃংখলা বাহিনী সদস্যরা অভিযান চালায়। অভিযানকালে শহরে রিক্সা, মোটর সাইকেল ও গাড়ী থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞাসা করা হয়েছে। যেসব মানুষ জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত বা চিকিৎসা সেবা নিতে বের হয়েছে শুধুমাত্র তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দেয়া হয়।

অপরদিকে যারা কোন কারণ দর্শাতে পারেনি কেন বের হয়েছেন, তাদেরকে ঘরে ফিরে যেতে বলা হয়েছে। যৌথ মহড়া ও অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, লকডাউন বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী মাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম করোনা প্রতিরোধে সকলকে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানান। লকডাউন কার্যকর করার জন্য লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. শাহজাহান ৪২ ফিল্ড রেজিঃ আর্টি নের্তৃত্বে ১৬ সদস্যের একটি টহল টিম গলাচিপা প্রদর্শন করেন।

(এসডি/ওএস/জুলাই ২৮, ২০২১)