দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে খাবার ও সাহায্যের আশায় রাস্তায় নেমেছেন প্রতিবন্ধী মামুন। শহরের জনতা ব্যাংকের মোড়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতে দেখা যায় তাকে। মামুনের বাড়ি বরিশাল জীবন ও‌ জীবিকার তাগিদে শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে ভিক্ষাবৃত্তি কে তিনি বেছে নিয়েছেন। তার ঘরে আছে এক মেয়ে ও স্ত্রী। এছাড়া রয়েছে আপন ভাই তিনিও প্রতিবন্ধী। মহামারী করোনার কারণে এবং লকডাউন এর কারণে মামুনদের বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে উঠেছে। একই সাথে আগের মত কেউ ভিক্ষা দিতেও চায়না বলে আক্ষেপ করেন তিনি।

তিনি বলেন অনেক মানুষের দাওয়ায় ঘুরেছি তাদের সহানুভূতি পেয়েছি, কিন্তু কোন ভিক্ষা পাইনি। এ কারণেই পথে-পথে ঘুরছি যদি কিছু ভিক্ষা পাওয়া যায় এই আশায়। তাতে নিজের উপকার হবে সংসার ও চলবে ।

মামুন তাই এ ব্যাপারে ফরিদপুর জেলা প্রশাসন, ফরিদপুর পুলিশ সুপার, এবং পৌর মেয়রের কাছে আহ্বান জানিয়েছেন যেন তাকে এই করোনা কালীন সময়ে কিছু সাহায্য করা হয়।

(এসডি/এএস/জুলাই ২৯, ২০২১)