জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী (গাজীপুর) : আমরা বড়রা অনেকেই যখন মাস্ক পরিধান করছি না তখন পুষ্পকলি শিশু ফোরাম টংঙ্গী এপি গত ১৬ই জুলাই টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডে করোনাকালীন জনসচেতনতা ও মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে। আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পৃষ্ঠপোষকতায় টঙ্গীতে শিশুদের নিয়ে ১৩ জন করে ২২টি ফোরাম গঠিত হয়েছে। শিশুরা তাদের নিজেদের জমানো অর্থ দিয়ে প্রথমে ৪৯ নংওয়ার্ড থেকে মাস্ক বিতরণ এবং জনসচেতনামূলক প্রচার কার্যক্রম শুরু করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ। পুস্পকলি শিশু ফোরামের সদস্যরা, শিশু সুরক্ষায় শিশু নির্যাতন বন্ধ করতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ ভ‚মিকা নিতে আহবান জানায়। ৪৯ নং ওয়ার্ড পুস্পকলি শিশু ফোরামের সহ-সভাপতি মাহমুদুর রহমান নাঈম, ৭ নং ব্লক শিশু ফোরামের সভাপতি ফরহাদ হোসেন হৃদয় এবং অন্যান্য ব্লক শিশু ফোরামের সভাপতিগণ, টংঙ্গী এপি যুব ফোরাম সভাপতি মোঃ জনি আহমেদসহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টংঙ্গী এপি শিশু ফোরাম এর সভাপতিগণ। উদ্বোধনী দিনে তারা দুই হাজার মাস্ক বিতরণ করে। তারই ধারাবাহিকতায় টঙ্গীর সকল ওয়ার্ডে এখন পর্যন্ত মাক্স বিতরণসহ সচেতনতামূলক প্রচার কার্যক্রম চলছে।

(জেইউএস/এএস/জুলাই ২৯, ২০২১)