জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশিগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে টেলিভিশন থেকে আগুন লেগে আফসার আলী (৫০) নামে এক কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮ টার দিকে বকশিগঞ্জ পৌর এলাকার মালিরচর নয়াপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আফসার আলী জানান, সকালে টেলিভিশন চলছিল। হঠাৎ করেই টেলিভিশনে আগুন ধরে ওঠে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা ঘর থেকে বের হয়ে আসি। পোশাকআসাক টাকাপয়সা গয়নাগাটি দলিলপত্র কিছুই বের করতে পারিনি। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বকশিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নূর উদ্দিন ওলির সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে। সব মিলিয়ে আফসার আলীর ৩ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা জানান, ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। ক্ষতিগ্রস্ত কৃষককে কিছু ঢেউটিন ও শুকনো খাবার দিয়ে আসবো। পরবর্তীতে উপজেলা প্রশাসনের মাধ্যমে তাকে আর্থিক সহায়তা করা হবে।

(আরআর/এসপি/জুলাই ২৯, ২০২১)